ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় এতিম পরিবারের পাশে শিল্পপতি ইব্রাহীম খলিল
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:17:33 AM
ব্রাহ্মণপাড়ায় এতিম পরিবারের পাশে শিল্পপতি ইব্রাহীম খলিল ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক এতিম পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও ডিডিএল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম খলিল। গতকাল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এতিম পরিবারের দুই শিশুর হাতে তিনি নগদ একলক্ষ টাকা তুলে দেন।
জানা যায়, গত ছয় মাস আগে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি (আনন্দপুর) এলাকার জয়দল হোসেনের ছেলে মোঃ সুমন (২৫) তালগাছ থেকে পড়ে কোমরে মারাত্মক আঘাত পায়। এলাকাবাসীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেও তাকে না রাখলে পরিবারের লোকজন তাকে ঢাকার একটি প্রাইভেট হসপিটাল হেলথ কেয়ার হসপিটালে ৩ মাস চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাড়িতে ৩ মাস চিকিৎসার পর গত ২ ফেব্রুয়ারি তিনি মারা যান। একমাত্র উপার্জনক্ষম সুমন মারা গেলে তার দুই শিশু সন্তান তাসপিয়া (৫) ও সামিয়া (২) সহ তার স্ত্রী মানসিক ভাবে ভেঙ্গে পড়ার সাথে সাথে অসহায় অবস্থায় পড়ে যায়। খবর পেয়ে একই ইউনিয়নের সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি, দক্ষিণ তেঁতাভূমি নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও ডিডিএল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম খলিল ছুটে আসেন। এসময় তিনি অসহায় এতিম দুই শিশু তাসপিয়া ও সামিয়ার হাতে নগদ একলক্ষ টাকা তুলে দেন।
মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "অসহায়ের পাশে সমাজের বিত্তবানরা দাঁড়াবে এটাই স্বাভাবিক। আমি এই ঘটনার কথা শুনে ছুটে এসেছি, অসহায় শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমার বিশ্বাস, আমার মতো আরও অনেকেই এই এতিম পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে।"
এসময় অসহায় এতিম পরিবারের পাশে সাহায্যে হাত বাড়াতে মৃত সুমনের পিতা জয়দল হোসেনের সাথে যোগাযোগ করতে আহ্বান জানান সমাজসেবক ইব্রাহীম খলিল।