Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM, Update: 19.02.2022 1:18:34 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। এসময় ফেন্সিডিল পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে র্যাব। গতকাল র্যাব কুমিল্লার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।। অভিযানে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় ১৭৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো - কুমিল্লা জেলার লাকসাম থানার মধ্যম বাতাবাড়িয়া গ্রামের মোঃ আবু সাঈদ এর ছেলে মোঃ মাইন উদ্দিন(৩৪) এবং একই জেলার বরুড়া থানার নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আয়ুব আলী বেপারীর ছেলে মোঃ আবুল খায়ের (৪৮)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।