Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM, Update: 19.02.2022 1:18:29 AM

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর তাঁতীদল গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপি নেতা আমিরুজজামান আমির, সদর উপজেলা বিএনপির সভাপতি এডঃ আলী আককাছ, সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, যুগ্ম আহবায়ক সফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার,জেলা তাতীদলের আহবায়ক জিএস কামাল হোসেন, সদস্য সচিব মাহমুদুল হক পিটার, মহানগর তাতীদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব নবী উল্লেখ, জেলা তাতীদল যুগ্ম আহবায়ক ফরিদ আলী, ফরহাদ জামান, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম , শাহজাদা শফিক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।