ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM, Update: 19.02.2022 1:18:39 AM
রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল ১৮ ফেব্রুয়ারি দুপুরে পানিতে ডুবে রিফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা খলিফাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ১৮ ফেব্রুয়ারি দুপুরে শিশু রিফাতকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে শিশু রিফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
শিশু রিফাতের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।