লালমাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশসানের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী এ বিজ্ঞান মেলায় উপজেলার স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী (ভূমি) নাছরীন আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, বিজ্ঞান শিক্ষক জহিরুল ইসলাম নয়ন, মাধব বণিক প্রমুখ।
হরিশ্চর হাই স্কুল কলেজের ১০ম শ্রেণি বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা পলিথিন শোধন প্রক্রিয়ায় এলপিজি গ্যাস এবং পেট্রোলিয়াম উৎপাদন ও দূষণ মুক্ত গ্রামীণ পরিবেশ উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করে।