প্রাইভেটকারের ড্যাসবোর্ডে মিললো ১০ হাজার পিস ইয়াবা
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
রাজধানীর শাহবাগ এলাকায় ডিএমপির উত্তরা গোয়েন্দা বিভাগের অভিযানে দুটি প্রাইভেটকার তল্লাশি করে ড্যাসবোর্ড থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের রাস্তায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে উত্তরা গোয়েন্দা বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃত ৬ জন হলো— মোহাম্মদ নয়ন, আরিফুর রহমান আরিফ, আশরাফুল ইসলাম অভি, মোহাম্মদ সেলিম, আব্দুল্লাহ আল মামুন ও রবিউল আউয়াল।
উত্তরা গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধের টিমের সহকারী কমিশনার হাবিবুর রহমান জানান, এই চক্রটি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তল্লাশির সময় দুইটি প্রাইভেট কারের ড্যাসবোর্ড থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।