ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিননদী পরিষদের ১৭তম দিনের অনুষ্ঠান
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ।।
তিননদী পরিষদের ২১দিনব্যাপি অনুষ্ঠানের গতকাল ১৭তম দিন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, অধ্যাপক সেলিনা রহমান ওপেল, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল হাসানাত বাবুল। উপস্থাপনায় ছিলেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাংবাদিক অশোক বড়ুয়া, ওয়াই ডবলিউসিএ এর শিক্ষকমণ্ডলী গীতাঞ্জলী মজুমদার, সীমা দাস,রত্না বাউল, রোজী, ফেরদৌসী, কামরুল, নিগার সুলতানা,রীনা,শিমলা সহ আরও অনেকে।
সাংস্কৃতিক পর্বে ওয়াই ডব্লিউ সি এ এর শিক্ষক কল্যাণী ভট্টাচার্য্য ও প্রণতি বড়ুয়া পলির পরিচালনায় অংশ নেয় নানজীবা সাইয়াদ, সুবাহ আরশি, শ্রেয়া চক্রবর্তী, সমাদৃতা ধর, আফরা পানশি। আইডিয়েল কলেজের শিক্ষার্থীগণ।