ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নৌ পুলিশের অভিযানে ট্রলার থেকে জাটকা জব্দ
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
মানিক দাস ।।
চাঁদপুর নদী সীমানায় সকল অপরাধ দমনে চাঁদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ইলিশ সম্পদ রক্ষায় প্রতিনিয়তই নৌ পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় কোন থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (নিরস্ত্র) বাবুল বালা সঙ্গীয় সদস্যদের নিয়ে নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি জানতে পারেন জিসান নামের একটি যাত্রীবাহী ট্রলার যোগে অসাধু জেলেরা ঝাটকা ইলিশ পাচার করছিল। রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানের ৫০০ গজ দূরে
ওই ট্রলারটিকে থামিয়ে অভিযান চালালে দুটি সাদা বস্তাভর্তি অবস্থায় প্রায় ১২৫  কেজি জাটকা মাছ জব্দ করেন।
জব্দকৃত জাটকা মাছ গুলো উপজেলা মৎস্য কর্মকর্তা কে অবগত করে নিশি বিল্ডিং এলাকার হাওলাদার নুরানী হাফিজিয়া এতিমখানা, মা আমিনা খাতুন মহিলা মাদ্রাসা ও বিআইডব্লিউটিএ মোড় এলাকার ফুল বাহার খুরশিদা মহিলা মাদ্রাসাসহ অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫শ  টাকা বলে চাঁদপুর নৌ থানা পুলিশ নির্ধারণ করেছে।