গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ সভা
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম.মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, তিতাস থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও মো.জাহাঙ্গীর আলম মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার ৯টি ইউপি পরিষদের চেয়ারম্যানগণ, সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সকল চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের অবহিত করা হয় যে আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবারের পর হতে সারা দেশে আর করোনার ১ম ডোজ টিকা দেয়া হবে না।
এ লক্ষ্যে তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়নে আগামী ১৯ ফেব্রুয়ারি একযোগে টিকা কার্যক্রম হবে।
এসময় উপস্থিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সমন্বয়ে ইউনিয়ন বাসীর সুবিধার্থে কেন্দ্র স্থান নির্ধারণ করেন।