ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জোড়া গোলে কিংস অ্যারেনা রাঙালেন রোবিনহো
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
জোড়া গোলে কিংস অ্যারেনা রাঙালেন রোবিনহোবসুন্ধরা কিংসের ইতিহাস গড়ার ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়া ফরোয়ার্ড রবসন রোবিনহো। পুরো ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স করে বসুন্ধরা কিংসকে টানা তৃতীয় জয় এনে দিয়েছেন এই ফুটবলার। নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে রোবিনহোর জয়সূচক গোলেই জয় পেয়েছিল বসুন্ধরা কিংস।
নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রোবিনহো।
ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। 'আমি খুব খুশি, আমাদের ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে পেরে। আমি ক্লাবের জয়ে অবদান রাখতে পেরে খুশি, দলের সবাইকে ধন্যবাদ; খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে। আমরা জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। '
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচ তাই কিছুটা চাপে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে রোবিনহো বলেন, 'ঘরের মাঠে খেলা বলে আমরা কোনো চাপে ছিলাম না। কোচ আমাদের বলেছিলেন, আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি তাই কোনো চাপ নয়, শুধু ফুটবল খেলো। '
এবারের লিগে চার ম্যাচে তিন গোল করলেন এই ব্রাজিলিয়ান।