ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মমেকে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
Published : Tuesday, 1 February, 2022 at 3:08 PM
মমেকে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মোবারক আলী (৭৫), নেত্রকোনা সদরের পাপিয়া আক্তার (৭০), গাজীপুর শ্রীপুরের একেএম নাসিমুদ্দিন (৭০)।  

মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৫ জন করোনা পজেটিভ।

এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ।