ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্টেডিয়ামে বসে খেলা দেখল ইরানের নারীরা!
Published : Friday, 28 January, 2022 at 9:18 PM
স্টেডিয়ামে বসে খেলা দেখল ইরানের নারীরা!কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে খেলতে নামে ইরান।

ইরানের রাজধানী তেহরানে হওয়া ম্যাচটিতে ইরাককে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। 

তবে মাঠের লড়াইয়ের চেয়ে, এ ম্যাচটি বেশি আলোচিত হয়েছে স্টেডিয়ামে নারীদের খেলা দেখতে যাওয়ার বিষয়টি। 

কারণ এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানে স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন নারীরা। 

সব মিলিয়ে ম্যাচটিতে ১০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পায়। এর মধ্যে নারী দর্শক ছিল দুই হাজার। 

কিন্তু এই দুই হাজার নারীদের মধ্যে কেউ পুরুষদের পাশে বসে খেলা দেখতে পারেননি। স্টেডিয়ামে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। 

যে সকল নারীরা তাদের স্বামীদের নিয়ে এসেছিল তাদেরও আলাদা হয়ে খেলা দেখতে হয়েছে। 

তবে এতেও খুশি অনেকে। কারণ তাদের জন্য স্টেডিয়ামে বসে খেলা দেখার বিষয়টিই আসল। 

কয়েক যুগ ধরে ইরানে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু ২০১৯ সালে ফিফা ইরানকে হুমকি দেয়, যদি তারা নারীদের স্টেডিয়ামে জায়গা না দেয় তাহলে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

সূত্র: আল জাজিরা