ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। তার আগেই প্রতিটি দল তিনজন করে তারকা ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে।
আইপিএলের এবারের আসরে থাকছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি, আহমেদাবাদ ও লখনৌ।
লখনৌ ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রায় চূড়ান্ত করে ফেলে রশিদ খানকে। কিন্তু লখনৌকে টেক্কা দিয়ে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পিনারকে দলে নেয় আহমেদাবাদ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লখনৌ ফ্র্যাঞ্চাইজি লোকেশ রাহুলকে ১৭ কোটিতে নিয়ে রশিদ খানকে ১১ কোটির প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি হননি আফগানিস্তানের তারকা স্পিনার।
রশিদ খানকে দলে নিতে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে আহমেদাবাদ। তারা প্রথমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটিতে রাজি করায়। এরপর একই অঙ্কে রশিদ খানকেও সই করিয়ে চমকে দেয়।
রশিদ খানের এক ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রশিদ খানের জন্য আমরা এবার সেরা চুক্তি করতে চেয়েছিলাম। বিশ্বের সেরা তারকাদের পারিশ্রমিক হিসেবে আর্থিক সম্মান দেওয়ায় আহমেদাবাদে সে সই করেছে। রশিদ খানকে দলে নিতে পেশাদারিত্বের সঙ্গে পুরো কাজটা সেরেছে আহমেদাবাদ।