ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বরেকর্ড গড়ার পথে নাদাল
Published : Friday, 28 January, 2022 at 7:43 PM
বিশ্বরেকর্ড গড়ার পথে নাদালবিশ্বরেকর্ড গড়ার পথেই আছেন রাফায়েল নাদাল। আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম থেকে দূরে আছেন তিনি। 

ছেলেদের মধ্যে প্রথম টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়ায় এ স্প্যানিশ তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনের চলতি আসরে চ্যাম্পিয়ন হলেই বিশ্বরেকর্ড গড়বেন এই স্প্যানিশ তারকা। 

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল হারিয়েছেন ইতালিয়ান প্রতিপক্ষ মাতেও বেরাত্তিনিকে। প্রতিযোগিতার ফাইনালে বিশ্বরেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম থেকে একধাপ দূরে আছেন নাদাল।

সপ্তম বাছাই বেরাত্তিনির কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই অবশ্য পড়তে হয়েছিল নাদালকে। তবে তিনি তা উতরে গেছেন দারুণভাবেই। ম্যাচটা জিতেছেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে।

বিশ্বরেকর্ড গড়ার আগে নাদাল বলেন, প্রথম দুটো সেট শেষ কিছু দিনে আমার অন্যতম সেরা। আমাকে ভুগতে হয়েছে এই ম্যাচে, লড়তেও হয়েছে। তবে আবারও ফাইনালে ওঠাটা আমার জন্য অনেক বড় কিছু।