ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ
Published : Friday, 28 January, 2022 at 12:00 AM, Update: 28.01.2022 12:34:16 AM
দাউদকান্দিতে অবৈধ ড্রেজার মেশিন জব্দআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট। এসময় ২টি ড্রেজার মেশিন জব্দ এবং আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা এবং সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামে পৃথক অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, অভিযানে ২টি ড্রেজার মেশিন জব্দ, ৪টি ড্রেজার মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তিনি বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর। ড্রেজার দিয়ে জমি খনন করলে সেখানে আর কখনোই ফসল ফলানো যাবে না। পাশাপাশি এই মেশিন দিয়ে এত গভীর করে মাটি কাটা হয় যে,পার্শ্ববর্তী জমি যেকোন মূহুর্তে ধ্বসে যেতে পারে। ড্রেজার ব্যবসায়ীরা ব্যক্তিগত লাভের জন্য ফসলী জমির চিরস্থায়ী ক্ষতি করে যাচ্ছে । কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্যারের নির্দেশনায় দাউদকান্দি এলাকায় নিয়মিত ড্রেজার বিরোধী অভিযান চালাচ্ছি। আমাদের ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার মারুকা ইউনিয়নের ওঝারখলা গ্রামের মোঃ আলমগীর হোসেন চক্রতলা গ্রামে জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।