ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ  মাইজভাণ্ডারীর স্মরণে ওরুছ মাহফিল অনুষ্ঠিত
Published : Friday, 28 January, 2022 at 12:00 AM
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ ও  হযরত শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী প্রকাশ হযরত কেবলা কাবার স্মরণে বার্ষিক ওরুছ মাহফিল গত ২৫ জানুয়ারি, মঙ্গলবার হযরত শাহসূফী ফকির আবদুস সালাম রহঃ মাজার শরীফ সংলগ্ন আবুল হোসেন মাইজভান্ডারীর বাড়ীতে অনুষ্ঠিত হয়।
হযরত সালাম শাহ'র  আওলাদ  বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় উক্ত ওরুছ মাহফিলে ওয়াজ ফরমান,পীরে তরিকত মাওলানা মুফতি বাকী বিল্লাহ আল আযহারী, ঘিলাতলা দরবার শরীফ,  পীরজাদা মাওলানা হাফেজ  মুফতি বেলায়েত হোসেন জালালী,জালালিয়া দরবার শরীফ, কুমিল্লা, আনন্দপুর সালাম শাহ রহঃ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ জুবায়ের আহমদ,ডাঃ এম এ কাদের খান,মোঃ ময়নাল হোসেন ভান্ডারী। আবুল হোসেন ভান্ডারীর উদ্যােগে ও মাইজভান্ডারি তরিকার সহযোগিতায় ওরুছ মাহফিলে উপস্থিত ছিলেন, খলিফা  শাহ মোঃ জয়নাল আবেদীন ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের (তোতা মিয়া), মোঃ লিটন রেজা মেম্বার, রফিজুল ইসলাম সাবেক মেম্বার, মোঃ হাছান মিয়া, ডাঃ আবদুস সামাদ, মোঃ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।