বুড়িচংয়ে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।।
মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ ১০ টি বিদ্যালয় সরকারি বেসরকারি বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন এর পূর্ণমতি গ্রামের কৃতি সন্তান ইউপি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর সুযোগ্য সন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপুর ব্যক্তিগত তহবিল এবং নিজ উদ্যোগে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
প্রধান অতিথি থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপু।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মাস্টার, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফরিদ খাঁন ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেওয়াজ আলী সরদার, দক্ষিণ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম ব্যাংকার, আব্দুল কাদের মেম্বার, খোদাইধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম,স্বপন দেওয়ান, এমরান হোসেন, মাহবুব সহ হরিপুর ও জরুইন গ্রামের নেতৃবৃন্দ।
এসময় তিনি তার বাবা আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।