বরুড়ায় সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
মোহাম্মদ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা ১৮ জানুয়ারী মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়ামে মুজিব শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা নতুন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান কে সংবর্ধনা দেওয়া হয়।
উপসহকারী কমিউনিটি অফিসার উদ্যেগে সভায় ডাঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরুড়া পৌর মেয়র মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, এমওএমসিএইচ এফপি ডাঃ গোলাম সারোয়ার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া।
আলোচনা সভার মাঝে ডাঃ কিবরিয়াকে সভাপতি, ডাঃ আবুল কালামকে সাধারণ সম্পাদক করে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বরুড়া উপজেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি ডাঃ আবদুল মতিনকে উপদেষ্টা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শুরুতে কক কেটে তা উদ্বোধন করা হয়।