ব্রাহ্মণপাড়ার টাটেরা মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা হাজী মাষ্টার রেহান উদ্দিন আখন্দ দাখিল মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সহকারী শিক্ষক আশিকুর রহমানের পরিচালনায় এবং মাদ্রাসার সভাপতি ডাঃ মোঃ আবুল বাশার আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল মুবিন আখন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলার সভাপতি ও সাপ্তাহিক বর্ণপাঠ পত্রিকার সম্পাদক ইয়াছমিন রীমা।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ জামাতুল ইসলাম।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউপি সদস্য ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন এবং ইভটিজিং,বাল্যবিবাহ রোধে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।