সরকার মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে--সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম
Published : Wednesday, 19 January, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব ও দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এন এম জিয়াউল আলম বলেছেন, সার্টিফিকেট অর্জন করার নামই শিক্ষা নয়, বাস্তবমুখী ও মানসম্মত শিক্ষার প্রতিই সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন। এ সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিচ্ছেন। তিনি মঙ্গলবার বিকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রথম সভা শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠ দানের আগে যথাযথ প্রস্তুতি নিয়ে পাঠদান করতে হবে। কারণ পাঠদানে ঘাটতি থাকলে তা শিক্ষার্থীদের জন্য কোন উপকারেই আসবে না।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব জিল্লুর রহমান, দেবিদ্বার উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুর রহমান বাবুল, কলেজ গভর্নিং বডির সদস্য একেএম মনিরুজ্জামান মাষ্টার, মোসলেহ উদ্দিন মাষ্টার, তপন সাহা, নোমান সরকার, বশির আহমেদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সহকারী অধ্যাপক জাহানারা বেগম, সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম সরকারসহ কলেজের অন্যান্য শিক্ষকরা।