ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয় বছর পর আইপিএলে ফিরছেন স্টার্ক!
Published : Thursday, 13 January, 2022 at 12:00 AM
আইপিএলে বিপুল অংকের অর্থের হাতছানি যখন সারা দুনিয়ার ক্রিকেটারদের মোহময়ী করে তুলছে, সেখানে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ছিলেন ব্যতিক্রম। জাতীয় দলের হয়ে নিজেকে ঢেলে দিতে স্টার্ক বেছে নেন আইপিএলকে অবজ্ঞা করার পথ।
টানা ৬টি বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন স্টার্ক। অবশেষে ৬ মৌসুম পর আবারও আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, আসন্ন নিলামে বিদেশি ক্রিকেটারদের কোটায় তার নাম অন্তর্ভূক্ত করার জন্যও আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার বলা হয় মিচেল স্টার্ককে। তার ঘাতক ইয়র্কার, বাউন্সার তাবৎ ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দেয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবেই আইপিএল নিলামে মিচেল স্টার্কের দাম যে আকাশ ছুঁবে, তা বলাই বাহুল্য।
২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএলে খেলেছিলেন মিচেল স্টার্ক। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনলেও, চোটের কারণে টুর্ণামেন্টে খেলতে পারেননি তিনি।
তবে ২০২২ সালে আবারও আইপিএল নিলামে নিজের নাম লেখানোর বিষয়ে ভাবনাচিন্তা করছেন ৩১ বছর বয়সী এই তারকা। স্টার্ক নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে, বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি মৌসুমের কথা ভেবে আইপিএল খেলার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন।