ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টাকার লোভ সামলাতে না পেরে বন্ধুকে অপহরণ
র‌্যাবের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকাসহ অভিযুক্ত গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM, Update: 12.01.2022 12:18:34 AM
টাকার লোভ সামলাতে না পেরে বন্ধুকে অপহরণনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বন্ধুর সাথে প্রতারণা করে হাতিয়ে নেয়া সাড়ে ১৬ লাখ টাকাসহ সোহবার হোসেন বিপ্লব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় অপহৃত বন্ধু ওমর ফারুককে। বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ওই বন্ধুর কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয় বিপ্লব। ১০ জানুয়ারি সোমবার দিবাগত রাতে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, শরীফ ও বিপ্লব ভালো বন্ধু ছিল। ঘটনার আগে ব্যবসায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শরীফকে টাকা নিয়ে বাড়িতে আসতে বলেন বিপ্লব। বন্ধুর কথামতো ১৭ লাখ টাকা নিয়ে বিপ্লবের বাড়িতে যান শরীফ। পরিকল্পনা অনুযায়ী বিপ্লব খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘৭ জানুয়ারি জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুরের আবদুর রকিব তার ছেলে মো. কাজী ওমর শরীফ নিখোঁজ হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় সোমবার রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত ওমর শরীফকে উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’