ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা এলজিইডিতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা
Published : Wednesday, 29 December, 2021 at 12:00 AM, Update: 29.12.2021 12:21:03 AM
কুমিল্লা এলজিইডিতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা মো. মিজানুর রহমান ||
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন ২০২১-২০২২ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশ গ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার ঢাকা থেকে কুমিল্লাসহ ভার্চুয়ালি সারা দেশের সাথে সংযুক্ত হন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান।
এলজিইডি কুমিল্লার কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল। এতে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, সিনিয়র প্রকৌশলী আশরাফ জামিল, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, সিদ্ধার্থ কুমার কুন্ড, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন ও ঠিকাদার প্রতিনিধি আবুল হোসেন ছোটন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান মাঠ পর্যায়ে এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকী জোরদার, কাজের গুনগত মান অক্ষুন্ন রাখা ও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নানা নির্দেশনা প্রদান করেন।