ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা
Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM, Update: 25.12.2021 1:31:54 AM
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সভাদ্রব্যমূল্য পরিস্থিতি ও বিদ্যমান বাজার ব্যবস্থা নিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।  কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম,  কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, চেম্বারের সহ সভাপতি জামাল আহমেদ, কুমিল্লা দোকান মালিক সমিতির সেক্রেটারি আতিক উল্লাহ খোকন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা মো: নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, টিসিবির সহকারী কার্যনির্বাহী সোহেল রানা, সদর দক্ষিণের উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ডা. সৌমেন রায়, আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,  বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনার উপজেলার উপজেলা নির্বাহী অফিসা, রাজগঞ্জ, রানীর বাজার, নিউমার্কেট, বাদশা মিয়ার বাজার ও চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি, প্রেসক্লাবের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধান এবং বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ।
দ্রব্যমূল্য পরিস্থিতি ও বিদ্যমান বাজার ব্যবস্থা নিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সদস্যদের বক্তব্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ে শোনেন ও প্রাপ্ত প্রস্তাবগুলোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি বলেন, আগামীতে ভোজ্যতেল যাতে খোলা বিক্রি না হয় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।  তিনি জেলাপ্রশাসকের নেতৃত্বে পরিচালিত এ দুটি কমিটির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।