Published : Friday, 24 December, 2021 at 12:00 AM, Update: 24.12.2021 1:08:06 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।। দাউদকান্দিতে ২০ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এস.আই সৈয়দ ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি কাভারভ্যানে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ নিজাম উদ্দিন নোয়াখালী জেলার সেনবাগ থানার চান্দপুর নজরপুর গ্রামের মোঃ হারিছ মিয়ার ছেলে। এঘটনায় মাদক আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী জেল হাজতে প্রেরন করেছে।