ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন
Published : Friday, 24 December, 2021 at 12:00 AM, Update: 24.12.2021 1:08:02 AM
২নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধনগতকাল বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার  ২নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। সকাল ১০টায় এর উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।
বিশেষ অতিথি ছিলেন ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তী এবং আদর্শ সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আহম্মেদ।
এ প্রসঙ্গে আদর্শ সদর উপজেলায় ঝড়ে পড়া ও বিদ্যালয় বর্হিভূত শিক্ষার্থীদের নিয়ে ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সকল শিশুদের সঠিক ভাবে পড়াশুনা শেষ করে আদর্শ মানুষ হওয়ার কথা বলেন। শিশুরা যাতে করে প্রথম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ভালভাবে পড়াশুনা শেষ করতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেন। এছাড়া বিশেষ অতিথি আবুল কালাম আজাদ সকল প্রকার সহযোগিতা করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনীর দিনে শিশুরা নতুন বই পেয়ে অনেক খুশী ও আনন্দ উপভোগ করে।