ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
মহান বিজয়ের ৫০তম দিবসে অন্যান্য বছরের মত এবারও কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা।
তবে এ বছরের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এক  শহিদ মুক্তিযোদ্ধার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ হয়েছে বাড়তি মাত্রা।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যখন একজন সাংসদ ও মুক্তিযোদ্ধা হয়ে অপর এক মুক্তিযোদ্ধার মায়ের পায়ে ধরে সালাম করেন তখন অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা রীতিমত অবাক দৃষ্টিতে আনন্দে অভিভূত হয়ে কারও কারও চোখের কোণে পানি জমতে শুরু করে।
গর্বিত ওই মা কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর গ্রামের শহিদ মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজঞ্জু মাতা। এসময় প্রধান অতিথি ওই অসুস্থ মাতার শারীরিক খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা করেন। এছাড়া যে সমস্যায় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে শহিদ  মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ইউনিভার্সিটির ভিসি ও মুজিব বাহিনীর ২নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা প্রমুখ।