কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: সফিকুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন সেন্ট্রাল মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. জহিরুল আলম এবং মেডিসিন বিভাগের রেজিষ্টার ডা. আরিফ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক, সেবক-সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, উপস্থিত সকল এবং রোগীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।