পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে ১৪ ডিসেম্বর মঙ্গলবার শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১মপর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শেখ রাসেল দেয়ালিকা প্রদর্শনী উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা। ২য়পর্বে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু ইউছুফ ভূঞা। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবদুর রহমান রব। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ উজায়ের আহমেদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সামছুন্নাহার সুমাইয়া, সালমা আক্তার, তামান্না আক্তার। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা বলেন, ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তানি সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ ডিসেম্বর পরিকল্পিত ভাবে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করেছিল। এছাড়া সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন সরণ, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।