
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী সম্মেলন অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, উপজেলা আওয়ালীগ সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জান মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমা মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার এস আই ইকতিয়ার মিয়া, পৌর সচিব মো. ফখরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা প্রকৌশল কর্মকর্তা অর্জিন চাকমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাঈন উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, দেবিদ্বার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও উক্ত দিবসটি পালন উপলক্ষে বিকালে উপজেলা শহীদ মিনার, স্বাধীনতা চত্বর ও গণকবরে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়।