ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা ক্রীড়া অফিসের অয়োজন কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়  কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কবি নজরুল ইনস্টিউট কেন্দ্রে (মুক্তমঞ্চ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করেন। এদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর কথা বলেন।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, দিনব্যাপী প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অংশগ্রহণে এ আয়োজন ছিল ২ টি পর্বে বিভক্ত। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা দিনব্যাপি আনন্দ ও উৎসবের সাথেই এ প্রতিযোগিতা উপভোগ করে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্যই ছিল জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি ও শুভেচ্ছা উপহার।  বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর, ঢাকা আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।