ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় রহমান ফুডে পাঁচ লাখ টাকা জরিমানা
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM, Update: 12.12.2021 1:40:32 AM
চান্দিনায় রহমান ফুডে পাঁচ লাখ টাকা জরিমানারণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ‘রহমান ফুড এন্ড কন্জুমার প্রোডাক্টস লি.-এ ভেজার বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা তিন ঘন্টার অভিযানে বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে র‌্যাব। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য ও মসলা তৈরির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, চান্দিনার হারং উদালিয়াপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ ভেজাল খাদ্যদ্রব্য চানাচুর, সয়া সস, আপেল জেলি, গ্লুক্লোজ-ডি, মটর ভাজা, ডাল ভাজা, বাদাম ভাজা, চাটনিসহ নোভা ব্রান্ডের ভেজাল মসলার গুড়া তৈরি, প্যাকেটিং ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করি। ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।