ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে ২০০৬ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ দল। পরের বছরই দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের হাল ধরেছিলেন এই আর্জেন্টাইন কোচ। তার অধীনে যদিও সাফল্য পায়নি ক্লাবটি। দেশে ফিরে যেতে হয়েছিল। ১৪ বছর পর সেই আবাহনীর বিপক্ষেই ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন ৫৫ বছর বয়সী কোচ। সাইফ স্পোর্টিংয়ের কোচ হয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনালে নামার আগে নস্টালজিক হয়ে পড়েছেন ক্রুসিয়ানি!
আবাহনীর কোচ হওয়াটা তার জন্য অন্যরকম স্মৃতি হয়ে আছে। সেই সময় জাতীয় দলের অনেক খেলোয়াড় আকাশি-নীল জার্সিতে থাকায় কোচিং করানোটা ক্রুসিয়ানির জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। এবার ঢাকায় এসে মৌসুমের প্রথম প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচেই কিনা সেই আবাহনীই প্রতিপক্ষ।
স্মৃতিকাতর আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে এতো দ্রুত ডাগ আউটে থাকতে হবে, চিন্তা করিনি। অথচ এই ক্লাবে একসময় কোচিং করিয়েছি। আবাহনী ক্লাবে ভালো বন্ধু আছে আমার। আসলে এটাই জীবন। একেক সময় একেক জায়গায় কাজ করতে হবে। এটা চিন্তা করেই অনেকটা নস্টালজিক হয়ে পড়েছি।’