Published : Thursday, 9 December, 2021 at 12:00 AM, Update: 09.12.2021 1:11:48 AM

৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। এই দিনে কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী জনতা কুমিল্লাকে মুক্ত করে। যথাযোগ্য মর্যাদায় এই দিবসকে স্মরণ রেখে প্রতি বৎসর ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নব প্রজন্মকে স্বাধীনতার চেতনায় মানব সেবার ব্রত নিয়ে আয়োজন করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত ৯ দিন ব্যাপী বিজয় উৎসব ২০২১। এই উপলক্ষ্যে গত ৪ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান কাবিলা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে বর্ণাঢ্য আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিজয় উৎসবের প্রথম পর্বে আজ ৮ ডিসেম্বর ২০২১ লাল-সবুজের বর্ণাঢ্য সাজে সেজেছে ইস্টার্ন মেডিকেল কলেজ, কাবিলা ক্যাম্পাস। শহীদ বীরশ্রেষ্ঠসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র প্রদর্শিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ক্যাম্পাসে স্থাপিত ম্যুরাল আঙ্গিনা সজ্জিত হয়েছে স্বাধীনতার বর্ণিল সাজে। সকাল ১১টায় দিবসের শুরুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুর রউফ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সহ ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান সমেত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি শিক্ষার্থী সমেত বর্ণাঢ্য মুক্ত দিবসের র্যালি কাবিলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে দিবসের সূচনা করেন। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে কুমিল্লা মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পতাকা মঞ্চ প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ। ইএমসি-১৫ ব্যাচের দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীরা আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুর রউফ ভূঁইয়া, ইএমসি-১৫ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন, সারিম আহমেদ সহ অন্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ইএমসি-১৫ ব্যাচের শিক্ষার্থী রক্তিম সাহা, সুমাইয়া আফরিন, সাবাবা হোসেন প্রভা, সানজিদা জাহান প্রিয়া সহ অন্যরা।

২০১০ সাল হইতে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে যে চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন তার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
ড. শাহ্ মোঃ সেলিম তার বক্তব্যে ১৯৭১ সালে ভারতের জনগন এদেশের ১ কোটি মানুষকে আশ্রয় সহ সকল মুক্তিযোদ্ধাদের সামরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে দুর্নীতি মুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল চিকিৎসক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ আগত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আদর্শে শিক্ষার্থীদের মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।