ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
"ইউপি নির্বাচন ব্রাহ্মণপাড়া" প্রশাসনের সাথে প্রার্থীদের মতবিনিময় সভা
Published : Thursday, 9 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী আচরনবিধি প্রতিপালন বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিস ও ব্রাহ্মণপাড়া থানার যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়নের প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা, এএসপি সার্কেল মোঃ আমিরুল্লাহ, অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, নির্বাচন কর্মকর্তা বুলবুল আহাম্মেদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, থানার এসআই আনোয়ার হোসেন। মতবিনিময় সভায় নির্বাচনে প্রার্থীদের আচরন বিধি প্রতিপালন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা। আইনকানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ।
মতবিনিময় সভায় সদর ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীগন উপস্থিত থেকে নির্বাচন বিষয়ক বিভিন্ন পরামর্শ গ্রহন করেন। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।