ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে হাসপাতালে আরও ৬০ ডেঙ্গুরোগী
Published : Wednesday, 8 December, 2021 at 7:27 PM
একদিনে হাসপাতালে আরও ৬০ ডেঙ্গুরোগীডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬০ জন রোগী। তাদের মধ্যে রাজধানীতে ৩৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭ জন ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে।

হাসপাতালে ভর্তি মোট রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৭ ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৭ জন ভর্তি রয়েছেন।

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫০৫ জন।