ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হারের পর যা বললেন মুমিনুল
Published : Wednesday, 8 December, 2021 at 6:32 PM
হারের পর যা বললেন মুমিনুলঢাকা টেস্টের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোমাঞ্চ আর উত্তেজনা বাড়তে থাকে।  সাকিব আল হাসানের কল্যাণে হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে প্রাণের সঞ্চার। তবে শেষ বিকেলে আক্ষেপই সঙ্গী হলো বাংলাদেশ দলের। 

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট করে ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানের জয় তুলে নিল পাকিস্তান।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল বলেন, প্রথম ইনিংসের থেকে আমাদের ভালো করার সুযোগ ছিল। আমরা সাকিব, লিটন ও মুশফিকের থেকে দুর্দান্ত পারফর্যা ্ন্স পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো করতে পারিনি। প্রথমেই ২-৩ উইকেট হারানোর পর খেলায় ফেরা কঠিন উল্লেখ করে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন,  আমাদের ১, ২, ৩, ৪ নম্বরে অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রাম এবং ঢাকায় ভালো খেলেছে। তিনি (লিটন) পারফর্যা, ন্স ধরে রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।