Published : Wednesday, 8 December, 2021 at 4:56 PM
বর্ণাঢ্য আয়োজনে ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উদযাপিত হচ্ছে। বেলা ১২ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে টাউন হল মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুারালে গিয়ে শেষ হয়। সেখানে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লার আপামর জনতা। কুমিল্লা মুক্ত দিবসের র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল কলেজেরে শিক্ষার্থী। বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন অংশগ্রহনকারীরা।