ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিরিয়ার বন্দরে ইসরাইলের বিরল বিমান হামলা
Published : Wednesday, 8 December, 2021 at 12:11 PM
সিরিয়ার বন্দরে ইসরাইলের বিরল বিমান হামলাসিরিয়ার লাতাকিয়া বন্দরে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ওই বন্দর এলাকায় ইসরাইলের এমন হামলা এটিই প্রথম বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় গুদাম এলাকার কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইসরাইলি সেনাবাহিনী এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  

সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, স্থানীয় সময় সোমবার রাত ১টা ২৩ মিনিটে ইসরাইলি বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বন্দরের কন্টেইনার স্টোরেজ এলাকা লক্ষ্য করে চালানো এ হামলায় কয়েকটি কন্টেইনারে আগুন ধরে যায়।

সানা সংবাদ সংস্থায় প্রকাশিত ছবিতে কন্টেইনার এলাকায় আগুন এবং ধোঁয়া দেখা গেছে। ঘটনাস্থলে দেখা গেছে একটি অগ্নিনির্বাপণ ট্রাকও।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বন্দর এলাকায় ৫টি বিস্ফোরণে গোটা নগরী প্রকম্পিত হওয়ার খবর জানানো হয়েছে।

লাতাকিয়া বন্দরে ইসরাইলের এমন হামলার ঘটনা বিরল। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিদেশ থেকে পণ্য আমদানির জন্য বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরান থেকে এ বন্দরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্যের চালান আসে।