ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার বিধিমালা হালনাগাদে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রাতিষ্ঠানের শাখা ক্যাম্পাস/স্টাডি সেন্টার স্থাপনের বিধিমালা ২০১৪’ হালনাগাদ করতে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ২০ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নোটিশ জারি করে।
বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে ইউজিসির সচিবকে বিধিমালার তুলনামূলক বিবরণী ও কমিটির প্রতিবেদন উপস্থান করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৫০, ৩ ও ৩৯ ধারার ক্ষমতাবলে ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ প্রণয়ন করা হয়।
আইনে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যম্পাস করার কথা বলা হয়। কিন্তু বিধিমালায় শাখা ক্যাম্পাসের পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের বিধানও রাখা হয়। ২০১৪ সালের বিধিমালার গেজেট প্রকাশের পর বিধিমালা নিয়ে বিতর্ক তোলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতি জানায়, বিধিমালাটি আইনের সঙ্গে সাংঘর্ষিক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধিমালা জারির পর ২০১৫ সালে মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেওয়া হয়। তবে বিতর্ক ওঠায় ২০১৬ সালে তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় থেকে বিধিমালার কার্যক্রম বন্ধ থাকে।