সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সদর দক্ষিণের সোহেল নিহত পরিবারে শোকের ছায়া
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ।।
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী ধনপুর গ্রামের হাজী আব্দুল লতিফের পুত্র সোহেল (২৬)। সোহেলের মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম।
সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিন বছর পূর্বে সৌদি আরবে যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের সোহেল। সোহেল সৌদি আরবের রিয়াদে একটি কফি হাউজে চাকুরি করতো। সোমবার রাতে (৬ ডিসেম্বর) সোহেল ডিউটি শেষে বাসা ফেরার পথে সৌদি আরবের রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল নামক এলাকায় সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়। আশংকাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়। সৌদি আরবে কর্মরত নিহতের বড় ভাই সাদ্দাম হোসেন দেশে মোবাইলে তাঁর মৃত্যুর খবরটি পরিবারের সদস্যদের জানান। খবর পাওয়ার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকর মাতম। নিহত সোহেলের পিতা হাজী আব্দুল লতিফ জানান, নিহত সোহেলের এক বছর বয়সী ১ মেয়ে রয়েছে। তিনি তাঁর পুত্রের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ও তাঁর পরিবারকে সহযোগীতা করতে সরকারী ও বেসরকারী সংস্থার সহায়তা কামণা করেছেন।