ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের ন্যায় চাঁদপুরেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গত ৩৬ ঘণ্টায় জেলায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।মঙ্গলবার ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। গত দুই দিনের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ বেশি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
বৃষ্টি থেমে যায়। পরে কিছু সময়ের জন্য রোদের দেখা মিলে। বৃষ্টির কারণে হঠাৎ শীতের প্রকোপও বেড়েছে।
জানা গেছে, মেঘনা নদীর উপকূলীয় এলাকা মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পানি বাড়েনি।
আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপ, নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি ভারতের উড়িষ্যার পুরি উপকূল দিয়ে স্থলভাগে উঠার কথা থাকলেও তা হয়নি। এখনো সমুদ্র পথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি লঘুচাপ হিসেবে খুলনা-বরিশাল উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।