ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনন্য নজির গড়ার পথে জোকোভিচ
Published : Tuesday, 7 December, 2021 at 7:36 PM
অনন্য নজির গড়ার পথে জোকোভিচরজার ফেদেরারের রেকর্ড আগেই ভেঙেছেন। এবার অনন্য নজিরের সামনে জোকোভিচ। বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। 

জোকোভিচের সামনে শুধু স্টেফি গ্রাফ। তার রেকর্ড ভাঙলেই টেনিস দুনিয়ায় বিরল নজির গড়বেন নোভাক। 

পুরুষ-মহিলা মিলিয়ে সব থেকে বেশি সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর থাকার রেকর্ড রয়েছে স্টেফির দখলে। ৩৭৭ সপ্তাহ ধরে শীর্ষে ছিলেন এই সাবেক জার্মান তারকা। তার রেকর্ড ভাঙতে হলে আরও ২৮ সপ্তাহ এক নম্বরে থাকতে হবে জোকোভিচকে।

এ বছর খুব ভালো গেছে জোকোভিচের। ৫৫ ম্যাচ জিতেছেন। হেরেছেন মাত্র সাতটি। তবে অস্ট্রেলিয়ান ওপেনে হয়তো খেলতে দেখা যাবে না সার্বিয়ান তারকাকে। কোভিড টিকা নেননি তিনি। তাই তার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে।