ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গভীর সমুদ্রে ১২ ঘণ্টা ভেসেছিলেন হাফিজ
Published : Tuesday, 7 December, 2021 at 12:06 PM
গভীর সমুদ্রে ১২ ঘণ্টা ভেসেছিলেন হাফিজবঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২০ জেলে এখনো নিখোঁজ থাকলেও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গভীর সমুদ্রে তক্তার ওপর ১২ ঘণ্টা ভেসেছিলেন উদ্ধার হওয়া জেলে।
সোমবার রাত ১১টার দিকে জেলে হাফিজুর রহমানকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন মাছ ধরার ট্রলার এফবি সাফওয়ান। এর আগে, রোববার ভোরে আবহাওয়া খারাপ কারণে ঘাটের দিকে ফেরার পথে পেছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার আমিরাবাদ গ্রামের আবুল কালামের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার ১২ ঘণ্টা এক জেলে উদ্ধার হলেও এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ট্রলিং জাহাজের ধাক্কা দেওয়ার পর ট্রলারটি উল্টে তলিয়ে যায়। এরপর জাহাজের লোকজন লাইট মেরে ডুবে যাওয়ার বিষয়টি দেখলেও এগিয়ে না এসে দ্রুত পালিয়ে যান। এ সময় একটি তক্তার ওপর ১২ ঘণ্টা ভাসমান ছিলেন হাফিজুর রহমান।