ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেইজিং অলিম্পিক বয়কট করবেন মার্কিন কূটনীতিকরা
Published : Tuesday, 7 December, 2021 at 12:00 PM
বেইজিং অলিম্পিক বয়কট করবেন মার্কিন কূটনীতিকরা২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন।

চীন আগেই জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বয়কট করলে দৃঢ় পাল্টা পদক্ষেপ নেবে তারা। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান তিনি বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটের কথা ভাবছেন।

সোমবার (৬ ডিসেম্বর) হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জেন সাকি বয়কটের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, অলিম্পিকে ধুমধামে কোনও অবদান রাখবে না বাইডেন প্রশাসন। তিনি জানান, এই গেমসের জন্য মাসের পর মাস ধরে প্রস্তুতি নেওয়া অ্যাথলেটরা এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করে মার্কিন সরকার। কিন্তু সরকারি প্রতিনিধি না পাঠানো হলে বেইজিংকে পরিষ্কার বার্তা দেওয়া যাবে বলেও জানান তিনি।