ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলামকে সম্মাননা প্রদান
Published : Monday, 6 December, 2021 at 12:00 AM
বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলামকে সম্মাননা প্রদান ইসমাইল নয়ন।।
মোহাম্মদ ছায়েদুল ইসলাম, জন্মেছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে। ব্রাহ্মণপাড়ার সন্তান হয়ে আলো ছড়াচ্ছেন বুড়িচংয়ে । দীর্ঘ ২১ বছর যাবৎ শিক্ষকতার মহান পেশায় জড়িয়েছে রেখেছেন নিজেকে। জাতি গড়ার এই কারিগর শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বুড়িচং বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পেয়েছেন সম্মাননা ও পুরস্কার।তিনি কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ ঢাকায় আঞ্চলিক ভাষা ও বাঙালী সংস্কৃতি পরিষদ এর পহ্ম থেকে প্রধান শিক্ষক হিসেবে পুরস্কিত হয়েছেন। তিনি একজন উদার মহৎ ও বিনয়ী এ ছাড়া তিনি বারেশ্বর উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে রুপ দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাহার এই সম্মাননায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী ম্যানিজিং কমিটি শিক্ষক কর্মচারী এবং এলাকার সর্বস্তরের জনগণ আনন্দিত। মোহাম্মদ ছায়েদুল ইসলাম মাষ্টার ছাত্র জীবন থেকেই মেধাবী ছিলেন, তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের মৃত্যু মোহাম্মদ তাজুল ইসলাম স্যারের দ্বিতীয় সন্তান।  তিনি গত ২৭ নভেম্বর ঢাকা আঞ্চলিক ভাষা ও বাঙালী সংস্কৃতি পরিষদ এর আয়োজিত সভায় তাকে এ সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএল ডিপির চেয়ারম্যান সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ভাষা ও বাঙালী সংস্কৃতি পরিষদ এর উপদেষ্টা লেখক ও গবেষক নিত্যানন্দ চক্রবর্তী সহ অনেক গুনীজন সভায় উপস্থিত ছিলেন । মোহাম্মদ ছায়েদুল ইসলাম মাষ্টার তাঁর সেই শৈশব কাল থেকে সকল শিক্ষা স্তরের সকল শিক্ষকদের প্রতি এখনো কৃতার্থ হোন। মহান এই শিহ্মক ব্যক্তিগত তার জীবনে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। জাতি গড়ার এই কারিগর  মোহাম্মদ ছায়েদুল ইসলাম বলেন, ‘সমাজের অত্যাচারী, মিথ্যা, হিংসুটে ,এবং দূর্নীতি পরায়ন লোকের প্রতি প্রতিবাদমুখী। তিনি বলেন আমি সমাজের কল্যানে লিপ্ত ও দেশ প্রেমিক সকল শ্রেণি পেশার মানুষকে মনে প্রাণে ভালবাসি। যতদিন বেঁচে থাকি ততদিন ভালবেসে যাব।