
বৃষ্টির
কারণে আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আগামীকাল সোমবার সকাল ৯:৩০ মিনিটে তৃতীয় দিনের খেলা শুরু হবে। আজ খেলা
হয়েছে মাত্র ৬.২ ওভার। এবাদত হোসেনের বলে টানা দুই চার মেরে ফিফটি করে
ফেলেন আজহার আলী। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার জুটি একশ ছাড়িয়ে যায়। এর
মাঝে ফের নেমে আসে বৃষ্টি। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮
রান। বাবর ৭১* আর আজহার ৫২* রানে অপরাজিত আছেন।
প্রকৃতির বিরূপ আচরণে
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা
শুরুর প্রস্তুতি নিয়েও অপেক্ষায় থাকতে হয়েছে। বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর
শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কাভার সরানো হয়েছিল। দর্শকদের মাঝেও খেলা শুরুর
আনন্দ জেগে ওঠে। কিন্তু ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। আবারও
পিচ ঢেকে ফেলা হয়। ১১টার দিকে বৃষ্টি থামলে পিচ কাভার সরিয়ে শুরু হয় মাঠ
শুকানোর কাজ।
বেলা ১১টার দিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ১১:২০
মিনিটে খেলা মাঠে গড়াবে। খেলা হবে ৭৮ ওভার। কিন্তু সময় পেরিয়ে গেলেও খেলা
শুরু হয়নি। নুতন ঘোষণা অনুযায়ী, প্রকৃতির বিরূপ আচরণে মধ্যাহ্ণ বিরতি এগিয়ে
আনা হয়েছে ১১:৩০ মিনিট থেকে ১২:১০ মিনিট পর্যন্ত। এরপর নতুন ঘোষণা আসে
১২:৫০ মিনিটে খেলা শুরু হবে। পিচ কাভার সরানো হয়। ক্রিকেটাররাও মাঠে ঢুকে
গা গরম করেন।
ঢাকা টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছে
আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। আজ রবিবার দ্বিতীয় দিন তো খেলা শুরুই করা
যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাড়ে ৯টায়
খেলা শুরুর কথা ছিল। কিন্তু ৯টা থেকেই মিরপুরে শুরু হয় ইলশেগুঁড়ি বৃষ্টি।
গতকাল শনিবার আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই ঢাকা টেস্টের প্রথম দিনের
খেলার সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে
প্রবেশ করে আবার ফিরে যান।