
গতকাল
৪ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ
ইসমাইল খান বেলা ১১টায় কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত
জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন
করে “বিজয় উৎসব, ২০২১” কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
ইস্টার্ন
মেডিকেল কলেজে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাংলা গঠনে মানব সেবার ব্রত নিয়ে চিকিৎসক সমাজকে এগিয়ে আসার
আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা
এক ও অভিন্ন সূত্রে গাঁথা উল্লেখ করে বলেন, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালী
আমাদের এ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু। তাঁর আদর্শের
অনুসারী হয়ে আগামী প্রজন্ম দেশ গড়ার প্রত্যয় নিয়ে সোনার বাংলা গঠনে এগিয়ে
যাওয়ার আহ্বান জানান।
বেলা ১১টায় ইস্টার্ন মেডিকেল কলেজের গভর্নিং বডির
সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা
অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত
সদস্যবৃন্দ যথাক্রমে- অধ্যাপক ডাঃ মোঃ হাফিজুল ইসলাম- অধ্যাপক,
বায়োকেমিষ্ট্রি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ডিন, বেসিক সাইন্স ও
প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়,
অধ্যাপক ডাঃ কাজী আফজালুর রহমান- পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য
শিক্ষা অধিদপ্তর, অধ্যাপক ডাঃ এ বি এম মাকসুদুল আলম- ভাইস প্রেসিডেন্ট,
বিএমএন্ডডিসি, সদস্য সচিব- অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ সহ
ছাত্র-শিক্ষক মণ্ডলী সমেত একটি বিজয় র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে
উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর
ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুর ১২টায় কলেজ
সম্মেলন কক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের ৯ম সভা অধ্যাপক ডাঃ
মোঃ ইসমাইল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় কলেজ মাঠে বিজয় উৎসব
২০২১ এর ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন।