
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম
জাতীয় রেলপথের কুমিল্লার রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে পুলিশ ফাঁড়ি
কুমিল্লার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ সভা হয়।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার ঢাকার
ডেপুটি ইন্সপেক্টর মোঃ শাহ আলম। আরো উপস্থিত ছিলেন রেলওয়ে নিরাপত্তা
বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
রেলওয়ে
পুলিশ সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের
পরিমাণ বেড়ে যাওয়ায় সারাদেশের ন্যায় দেশের ব্যস্ততম জাতীয় প্রধান
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এ
অবস্থায় কুমিল্লা জিআরপি পুলিশ ফাঁড়ির উদ্যোগে ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশন ১
নং প্লাট ফরমে এক বিট পুলিশং সভার আয়োজন করা হয়।
জিআরপি কুমিল্লা এস আই
ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত
পুলিশ সুপার মোঃ আফছারুল রহমান। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন
কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ মোরছালিন রহমান, কুমিল্লা স্টেশন মাস্টার
মোঃ মাহবুবুর রহমান, কুমিল্লা নিরাপত্তা বাহিনীর এসআই মোহাম্মদ মঞ্জুরুল
ইসলাম।
সঞ্চালনায় ছিলেন লাকসাম জংশন রেলওয়ে জিআরপি পুলিশের ওসি জসিম
উদ্দিন খন্দকার। পবিত্র কোরআন তেলওয়াত করেন কুমিল্লা রেলওয়ে স্টেশন
কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ কুদ্দুস মিয়া।