ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে আল আরাফাত ইসলামী ব্যাংকের ১৯৭তম শাখার উদ্বোধন
Published : Monday, 6 December, 2021 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি:
রোববার সকালে কুমিল্লার লাকসাম বিজরা বাজার মাদ্রাসা মার্কেটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৯৭তম শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ?অতিথি ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্লা, সিলেট জোনাল ম্যানেজার আমজাদ হোসেন, কুমিল্লা জোনাল ম্যানজার মোজ্জাবেরুল ইসলাম চৌধুরী, এসইভিপি ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন খোকন, বিজরা নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক লাকসাম শাখা ব্যবস্থা মো: মহিন উদ্দিন, বাকই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, বিজরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়াসহ বাজার ব্যবসায়ী, আল আরাফাহ ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফিতাকেটে শাখার উদ্বোধন করা হয়।